৮ম শ্রেণি গণিত অধ্যায় ১ – সংখ্যার প্যাটার্ন | সম্পূর্ণ MCQ সমাধানসহ গাইডসংখ্যার প্যাটার্ন (Number Pattern) অধ্যায়টি ৮ম শ্রেণির গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ chapter। এখান থেকে পরীক্ষায় প্রতি বছরই MCQ, Short Question এবং Creative Question আসে।
Pattern, Magic Square, Fibonacci, Prime Number—এসব অংশ ভালোভাবে বুঝলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া খুব সহজ।⭐ Chapter 1: Number Pattern – Important MCQ With Answer
১। ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে–
i. ম্যাজিক সংখ্যা হবে ১৫
ii. কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে ৫
iii. ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও i
উত্তর : ( ক ) i ও ii
কারণ ম্যাজিক স্কয়ারে ১–৯ থাকে, ১–১৫ নয়
২। নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা?
ক) ৫২+২৫ খ) ৫২৭+৭২৫ গ) ৪১২+২৩৪ ঘ) ৭৫-৫৭
উত্তর : ( ঘ )
৩। ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ?
ক) ৯৯ক+১ খ) ৯৯ক−১ গ) ক+১ ঘ) ক−১
উত্তর : ( ঘ )
৪। ‘ক’ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?
ক) ক খ) ২ক−১ গ) ক² ঘ) ২ক+১
উত্তর : ( গ )
৫। ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়?
ক) ১০টি খ) ২০টি গ) ৩৫টি ঘ) ৫০টি
উত্তর : ( খ )
নিচের উদ্দীপক আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
একটি ম্যাজিক বর্গ
১২ ১৯ ১৪
১৭ ক ১৩
১৬ ১১ ১৮
উত্তর : ( খ )
৬। ‘ক’ চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত?
ক) ৪৫ খ) ২০ গ) ১৫ ঘ) ৩
উত্তর : ( গ )
৭। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত?
ক) ১৫ খ) ৩৪ গ) ৩৫ ঘ) ৪৫
উত্তর : ( ঘ )
৮। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি—
i. পূর্ণসংখ্যা
ii. বিজোড় সংখ্যাiii. মৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ( ক )
🔽 More MCQ
৯| ৫ক + ২ প্যাটার্নে ৫ম পদ কত হবে?
ক) ৭ খ) ২৫ গ) ২৭ ঘ) ১২
উত্তর : ( গ )
= ৫×৫ + ২ = ২৭
১০| (৪ক – ১) ধারাটির রাশির ১০ম পদ কত?
ক) ৩৯ খ) ৪০ গ) ৪১ ঘ) ৪২
উত্তর : ( ক )
= ৪×১০ −১ = ৩৯
১১| কোনটি বিজোড় সংখ্যার প্যাটার্ন?
ক) ২ক খ) ২ক+১ গ) ২ক-১ ঘ) ৩ক
উত্তর : ( গ )
১২| কাঠ দিয়ে ইংরেজি বর্ণমালার কয়েকটি বর্ণ I, V, N তৈরি করা হলো যা একটি প্যাটার্ন। পরবর্তী বর্ণ নিচের কোনটি
ক) Y খ) W গ) H ঘ) K
উত্তর : (খ )
১৩। ৩, ৫, ৭, ৯, ...... এর সাধারণ রাশি কোনটি?
ক) ২ক + ১ খ) ২ক – ১ গ) ক + ১ ঘ) ৩ক – ২
উত্তর : ( ক )
■ নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ(২ক + ১) একটি বিজগনিত রাশি।
১৪| রাশিটির প্রথম পদ কত?
ক) ০ খ) ১ গ) ২ ঘ) ৩
উত্তর : ( ঘ )
১৫| রাশিটির দশম পদ কত?
ক) ১ খ) ১০ গ) ২১ ঘ) ১৩
উত্তর : ( গ )
১৬| ৩ ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা নিচের কোনটি?
ক) ১২ খ) ১৫ গ) ১৬ ঘ) ৩৪
উত্তর : ( খ )
সূত্র: n( n²+1 )/2 = 3×(10)/2 = 15
১৭| ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
ক) ৮১ খ) ৬৫ গ) ৫৫ ঘ) ৩৪
উত্তর : ( খ )
১৮| ৪ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার কলাম বরাবর সংখ্যাগুলোর সমষ্টি কত?
ক) ৪০ খ) ৩৬ গ) ৩৪ ঘ) ১৫
উত্তর : ( গ )
১৯| ৭ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
ক) ১৭৫ খ) ১৩৫ গ) ১৪৫ ঘ) ১৫৮
উত্তর : ( ক )
২০| ৬ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কোনটি?
ক) ১১১ খ) ৬৫ গ) ৩৪ ঘ) ১৫
উত্তর : ( ক )
২১| দুই অঙ্কের সংখ্যা ৪৫ এবং এর অঙ্কগুলোর স্থান বিনিময় করে পাওয়া সংখ্যাটির যোগফল কত?
ক) ১০০ খ) ৯৯
গ) ৯০ ঘ) ৮৯
উত্তর : ( খ )
২২| ৪৫ সংখ্যার অঙ্কগুলোর স্থান বিনিময় করে পাওয়া সংখ্যা এবং মূল সংখ্যার যোগফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য?
ক) ১৯ খ) ১১
গ) ৭১ ঘ) ১৩
উত্তর : ( ক )
২৩| যদি ২৩ এবং এর অঙ্কগুলোর স্থান বিনিময় করে পাওয়া সংখ্যাটির যোগফলকে ১১ দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ নিচের কোনটি হবে?
ক) ০ খ) ১
গ) ২ ঘ) ৩
উত্তর : ( ক )
২৪। ১, ৪, ১০, ১৯, ৩১, ...... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৩৪ খ)৪৩ গ)৪৬ ঘ)৪৯
উত্তর: ( গ )
২৫। ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ১০
উত্তর: ( খ )
২৬। ২, ৩, ৫, ৮, ১২, ........ তালিকার পরবর্তী সংখ্যা কত?
ক) ১৫ খ) ১৬ গ) ১৭ ঘ) ১৮
উত্তর: ( গ )
২৭। ২ ,৫, ৮, ১১, ১৪, ....... প্যাটার্নের ১০ম পদ কত?
ক) ৩১ খ) ৩০ গ) ২৯ ঘ) ২৮
উত্তর: ( গ )
২৮। ৩০ থে কে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
উত্তর: ( গ )
২৯। ১-১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ২ খ) ৪ গ) ৫ ঘ) ১৯
উত্তর: ( খ )
৩০। ১ এর চে য়ে বড় যে সব সংখ্যা ১ এবং সংখ্যাটি ছাড়া অন্য কোন গুননীয়ক নে ই, সে সব সংখ্যাকে কি বলে ?
ক) যৌগিক সংখ্যা খ) মৌলিক সংখ্যা
গ) ঋণাত্মক সংখ্যা ঘ) জোড় সংখ্যা
উত্তর: ( খ )
৩১। ৩, ৬, ১১, ১৮, ২৭, ....... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৩০ খ) ৩২ গ) ৩৮ ঘ) ৪০
উত্তর: ( গ )
৩২। ২, ৬, ১০, ১৪,....... তালিকার পরবর্তী দুটি সংখ্যা কত?
ক) ১৮ ও ২৪ খ) ১৮ ও ২২
গ) ১৬ ও ২০ ঘ) ২০ ও ২২
উত্তর: ( খ )
৩৩। ৩২+৩৩+৩৪+৩৫+৩৬+৩৭= কত?
ক) ৯৭ খ) ২০৭ গ) ২১০ ঘ) ২১৭
উত্তর: ( খ )
৩৪। ১০০০০, ১০০০, ১০০- সংখ্যাগুলো প্রতি বা
ক) হ্রাস পাচ্ছে খ) বদ্ধিৃদ্ধি পাচ্ছে
গ) দশগুণ হচ্ছে ঘ) একশ গুন হচ্ছে
উত্তর: ( ক )
৩৫। ১+৩+৫+৭+....................+৫৯ = কত?
ক) ৬১ খ) ৭৫ গ) ৯০০ ঘ) ৩৬০০
উত্তর: ( গ )
৩৬। ৩১ থেকে ৪০ এর মধ্যে মৌলি ক সংখ্যা কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ১০টি
উত্তর: ( ক )
৩৭। নিচের কোন সংখ্যাটি ফিবোনাক্কি ?
ক) ০, ১, ২, ৩, ৪, .... খ) ০, ১, ১, ২, ৩,......
গ) ৩, ৩, ৬, ৯, ১২,..... ঘ) - ১, ১, ০, ১, ২,.....
উওর: ( খ )
৩৮। ৫, ১২, ২০, ২৯,.... তালিকার ৫ম সংখ্যাটি কত?
ক) ৩৯ খ) ৩৮ গ) ৩৭ ঘ) ৩৬
উত্তর: ( ক )
৩৯। ১, ৫, ৬, ১১, ১৭, ২৮,......... প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৩২ খ) ৩৯ গ)৪৫ ঘ) ৫৬
উত্তর: ( গ )
৪০। ৩, ৫, ৮, ১২,...... তালিকার পরবর্তী সংখ্যা কত?
ক) ১৭ খ) ১৬ গ) ১৫ ঘ) ১৪
উত্তর: ( ক )
৪১। নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন?
ক) ০, ০, ১, ২, ৩ খ) ০, ১, ২, ৩, ৪
গ) ০, ১, ২, ৪, ৬ ঘ) ০, ১, ১, ২, ৩
উত্তর: ( ঘ )
৪২। ২, ৩, ৫, ৭, ..... ম ৌলি ক সংখ্যার প্যাটার্নটির ৭ম পদ কত?
ক) ১৩ খ)১৭ গ) ১৯ ঘ) ২৩
উত্তর: ( খ )
৪৩। ২,৩,৫,৮, .....তালিকার পরবর্তী সংখ্যা কত?
ক) ১৮ খ) ১৭ গ) ১৬ ঘ)১২
উত্তর: ( ঘ )
৪৪। ২১ এর মৌলিক গুণনীয়ক কয়টি?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
উত্তর: ( খ )
৪৫। ১+২+৩+৪+.................৪০= কত?
ক) ৮০০ খ) ৮২০ গ) ১৬০০ ঘ) ১৬৪০
উত্তর: ( খ )
৪৬। ০,১,১,২,৩,৫,৮, ........... প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৯ খ) ১০ গ) ১১ ঘ) ১৩
উত্তর: ( ঘ )
৪৭। ১+২+৩+৪+৫+.................... ২০= কত?
ক) ২১০ খ) ২০০ গ) ৩৫ ঘ) ২১
উত্তর: ( ক )
৪৮। ৯,৪,-১,-৬, .......... তালি কার পরবর্তী সংখ্যাটি কত?
ক) -১৬ খ) -১৫ গ) -১১ ঘ) -৭
উত্তর: ( গ )
৪৯। ০,১,১,২,৩,৫,৮,১৩, ......... এটি কোন ধরনের সংখ্যা প্যাটার্ন?
ক) ধারাবাহিক খ) ফিবোনাক্কি
গ) বিজোড় ঘ) জ্যামিতিক
উত্তর: ( খ )
✔️ Exam Special Tips (High-Scoring Section)
১. Class 8 Math Chapter 1 থেকে পরীক্ষায় কী ধরনের MCQ আসে?
মূলত pattern, nth term, magic square, prime number এবং algebraic expression থেকে প্রশ্ন আসে।
২. ম্যাজিক স্কয়ারের সাধারণ নিয়ম কী?
সব সারি, কলাম এবং কর্ণের যোগফল সমান হয়—এটিই magic sum।
৩. n-তম পদ বের করার ফর্মুলা কী?
a + (n−1)d
৪. মৌলিক সংখ্যা দ্রুত চেনার উপায় আছে?
হ্যাঁ—√n পর্যন্ত ভাগ দিয়ে দেখলেই যথেষ্ট।
৫. প্যাটার্ন বুঝতে কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ?
সাধারণ পার্থক্য (d), সূত্র এবং ধারার নিয়ম খুঁজে বের করা।
❓ FAQs
১. Class 8 Math Chapter 1 থেকে পরীক্ষায় কী ধরনের MCQ আসে?
মূলত pattern, nth term, magic square, prime number এবং algebraic expression থেকে প্রশ্ন আসে।
২. ম্যাজিক স্কয়ারের সাধারণ নিয়ম কী
সব সারি, কলাম এবং কর্ণের যোগফল সমান হয়—এটিই magic sum।
৩. n-তম পদ বের করার ফর্মুলা কী?
a + (n−1)d
৪. মৌলিক সংখ্যা দ্রুত চেনার উপায় আছে?
হ্যাঁ—√n পর্যন্ত ভাগ দিয়ে দেখলেই যথেষ্ট।
৫. প্যাটার্ন বুঝতে কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ?
সাধারণ পার্থক্য (d), সূত্র এবং ধারার নিয়ম খুঁজে বের করা।

