Logo

Logo

  • Home
  • Class 5 (ক্লাস ৫)
  • Class 6 (ক্লাস ৬)
  • Class 7 (ক্লাস ৭)
  • Class 8 (ক্লাস ৮)
  • Class 9-10 (এস,এস,সি)
  • More

Copyright 2025 EasyMathBD. All rights reserved.

about-uscontact-usprivacy-policyterms-and-conditions

Class 8 Math Chapter 2 Profit MCQ Solution | ৮ম শ্রেণী গণিত মুনাফা

adminadmin·class-8
December 15, 2025·12 min read min read5.0
Class 8 Math Chapter 2 Profit MCQ Solution | ৮ম শ্রেণী গণিত মুনাফা

৮ম শ্রেণী গণিত অধ্যায় ২ – মুনাফা (Profit) :


MCQ সমাধানসহ মুনাফা অধ্যায়টি ৮ম শ্রেণীর গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ Chapter। এই অধ্যায় থেকে প্রতি বছরই MCQ, Short Question এবং Creative Question পরীক্ষায় আসে। নিচে Class 8 Math Chapter 2 Profit এর গুরুত্বপূর্ণ MCQ গুলো উত্তরসহ দেওয়া হলো, যা পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক।


Chapter 2 Profit – Important MCQ with Answer (Class 8 Math)



১। একটি পণ্য ৫% ক্ষতিতে ২৩৭৫ টাকায় বিক্রয় করা হলে, ক্রয় মূল্য কত ছিল?

ক) ২৪০০ টাকা খ) ২৪৫০ টাকা

গ) ২৪৭৫ টাকা ঘ) ২৫০০ টাকা

উত্তর: ঘ)


২। বার্ষিক ৯% মুনাফায় ২০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

ক) ১৮০ টাকা খ) ৫৪০ টাকা গ) ৫৯০.০৬ টাকা ঘ) ২৫৯০.০৬ টাকা


উত্তর: গ


৩। ২০% লাভ এ বিক্রয় মূল্য ৪৮০ টাকা হলে ক্রয় মূল্য কত?

ক) ১০০ টাকা খ) ১২০ টাকা

গ) ৪০০ টাকা ঘ) ৪৬০ টাকা


উত্তর: গ


৪। ৩৫০ টাকার ৩% সমান নিচের কোনটি?

ক) ১.০৫ টাকা খ) ১০.৫০ টাকা

গ) ৩৫ টাকা ঘ) ১০৫ টাকা


উত্তর: খ


৫। বার্ষিক ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

ক) ২০২০ খ) ২০৪০ গ) ২৪২০ ঘ) ২৪৪০


উত্তর: গ


৬। ৪২০ টাকা কত টাকার ৭% হবে?

ক) ৬২৯৪ টাকা খ) ৬০০০ টাকা

গ) ২৯৬০ টাকা ঘ) ১২০০ টাকা


উত্তর: খ


৭। টাকায় ৫টি দরে কলা ক্রয় করে টাকায় ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) ২৫% লাভ খ) ২৫% ক্ষতি

গ) ২০% লাভ ঘ) ২০% ক্ষতি


উত্তর: ক


৮। একটি দ্রব্য ৫০ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

ক) ২০% খ) ৩০% গ) ৫০% ঘ) ৬০%


উত্তর: ঘ


Class 8 Math Chapter 1 Pattern ( প্যাটার্ন ) | MCQ With Answers দেখুন ...



৯। লাভের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) বিক্রয়মূল্য > ক্রয়মূল্য

খ) বিক্রয়মূল্য < ক্রয়মূল্য

গ) ক্রয়মূল্য=বিক্রয়মূল্য+লাভ

ঘ) ক্রয়মূল্য = বিক্রয়মূল্য


উত্তর: ক


১০। টাকায় ৫টি দরে কিনে টাকা ৪টি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?

ক) ২০% খ) ২৫% গ) ৮০% ঘ) ১২৫%


উত্তর: খ


১১। চক্রবৃদ্ধি মূলধন ৬৮৬২৫ টাকা এবং প্রারম্ভিক মূলধন ৫৯৮৫০ টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?

ক) ৮৭৭৫ খ) ৮৭০০ গ) ৮৬৭৫ ঘ) ৮৭.৭৫


উত্তর: ক


১২। চতুর্থ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে (১+r) এর সূচক কত হবে?

ক) ২ খ)৩ গ) ৪ ঘ) ৫


উত্তর: গ


১৩। বিক্রয়মূল্য ৫৫০ টাকা এবং ক্রয়মূল্য ৫০০ টাকা হলে শতকরা লাভ কত?

ক) ১২% খ) ১০% গ) ৮% ঘ) ৫%


উত্তর: খ


১৪। ৫০ টাকার ১৫০% = কত?

ক) ৫০ খ) ৭৫ গ) ১০০ ঘ) ১৫০


উত্তর: খ


১৫। ৫% হার মুনাফায় ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?

ক) ১৪০ খ) ১৫০ গ) ১৬০ ঘ) ১৭০


উত্তর: খ


১৬। ৩০০০ টাকার ১৫% কত?

ক) ৪৫০ টাকা খ) ৩০০ টাকা

গ) ২০০ টাকা ঘ) ১৫০ টাকা


উত্তর: ক


১৭। ৫৫২ টাকায় বিক্রয় করায় ৪৮ টাকা ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?

ক) ৫০৪ খ) ৫১৪ গ) ৫৯০ ঘ) ৬০০


উত্তর: ঘ


১৮। ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?

ক) ১৫ টাকা খ) ৮৫ টাকা

গ) ১১৫ টাকা ঘ) ১৮৫ টাকা


উত্তর: খ


১৯। একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকায় বিক্রয় হলে, বইটির প্রকৃত মূল্য কত?

ক) ৮০ খ) ৯০ গ) ১০০ ঘ) ১২০


উত্তর: ক


২০। টাকায় ৫টি দরে কলা ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) ২০% লাভ খ) ২০% ক্ষতি

গ) ২৫% ক্ষতি ঘ) ২৫% লাভ


উত্তর: ঘ


২১। ১ম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে (1+r) এর সূচক কত?

ক) 2 খ) 1 গ) 0 ঘ) n


উত্তর: খ


২২। বার্ষিক ৭% সরল মুনাফায় ১৪০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত?

ক) ২৯৪ টাকা

খ) ৪২০ টাকা

গ)২১০০ টাকা

ঘ) ৪২০০ টাকা


উত্তর: ক


২৩। কত টাকার ১২% = ৬০ টাকা?

ক) ৭২ টাকা খ) ১২০ টাকা

গ) ৫০০০ টাকা ঘ) ৫০/ টাকা


উত্তর: ঘ


২৪। ৩৫ সংখ্যাটি কোন সংখ্যার ৭০%?

ক) ৫০ খ) ৬০ গ) ৭০ ঘ) ৮০


উত্তর: ক


২৫। ১২% হারে সরল মুনাফায় ১০,০০০ টাকার কত বছরের মুনাফা ৪৮০০ টাকা?

ক)২ বছর খ) ৪ বছর গ) ৬ বছর ঘ) ৮ বছর


উত্তর: খ


২৬। ৩০০০ টাকার ৭০% কত টাকা?

ক) ১১৭ খ) ১৭০ গ) ৪৫০ ঘ) ৫১০


উত্তর: ঘ


২৭। ৫০০ টাকার ৫% = কত?

ক) ২০ খ) ২৫ গ) ৩৫ ঘ) ৪০


উত্তর: খ


২৮। ৯৫০০ টাকার ৫% = কত?

ক) ৪৭৫ খ) ৫৫০ গ) ৬৫০ ঘ) ৭০০


উত্তর: ক


২৯। ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে?

ক) মুনাফার হার খ) মুনাফা-আসল

গ) আসল ঘ) মুনাফা


উত্তর: ঘ


৩০। জমাকৃত টাকার ওপর নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে?

ক) আসল খ) মুনাফা গ) মুনাফার হার ঘ) মুনাফা-আসল


উত্তর: খ


৩১।৫% চক্রবৃদ্ধি মুনাফায় ১২০০ টাকা এক বছর ব্যাংকে রাখলে, কত টাকা পাওয়া যাবে?

ক) ১২০০ খ) ১৩২০ গ) ১১৪০ ঘ) ১১৫০


উত্তর: ক


৩২। প্রতি বছরান্তে আমানতকারীর বৃদ্ধি প্রাপ্ত মূলধন কে কি বলে?

ক) মুনাফা খ) আমানত গ) চক্রবৃদ্ধি মূল্য ঘ) মূলধন


উত্তর: ক


৩৩। কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত?

ক) ৮০% খ) ১০% গ) ২০% ঘ) ৩০%


উত্তর: গ


৩৪। বার্ষিক ১২% মুনাফায় ৫,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে?

ক) ২,০০০ খ) ১,৮০০ গ) ১,৫০০ ঘ) ১,২০০


উত্তর: খ


৩৫। বার্ষিক ৮% হার মুনাফায় কত টাকায় ৪ বছরের মুনাফা ৪৮০ টাকা হবে?

ক) ১২০০ খ) ১৫০০ গ) ১৬০০ ঘ) ৩২০০


উত্তর: খ


৩৬। বার্ষিক ৭.৫০% মুনাফায় কত বছরে ৭৫০ টাকার মুনাফা ২২৫ টাকা হবে?

ক) ২ বছর খ) ৪ বছর গ) ৬ বছর ঘ) ৮ বছর


উত্তর: খ


৩৭। বার্ষিক ৬% মুনাফায় ৩,০০০ টাকার ২ বছরের সরল মুনাফা কত?

ক) ৩৬ টাকা খ) ৯০ টাকা গ) ১৮০ টাকা ঘ) ৩৬০ টাকা


উত্তর: ঘ


৩৮। বার্ষিক ১৫% সরল মুনাফায় ২,৫০০ টাকার ৭ বছরের মুনাফা কত টাকা?

ক) ১০৫ খ) ১৭৫ গ) ৩৭৫ ঘ) ২৬২৫


উত্তর: ঘ


৩৯। বার্ষিক ১০% মুনাফায় কত টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা দিতে?

ক) ৭,৫০০ টাকা খ) ৩,০০০ টাকা

গ) ৭৫০ টাকা ঘ) ৩০০ টাকা


উত্তর: খ


৪০। শতকরা বার্ষিক কত মুনাফায় ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা ১২০০ টাকা হবে?

ক) ৩০% খ) ১৩.৩৩%

গ) ১২% ঘ) ৭.৫%


উত্তর: ঘ


৪১। বার্ষিক ১০% মুনাফায় কত বছরে ৭৫০ টাকার মুনাফা ২২৫ টাকা হবে? নিচের কোনটি সঠিক?

ক) ৪ খ) ৪ গ) ৫ ঘ) ৮


উত্তর: ক


৪২। বার্ষিক ১০% সরল মুনাফা ১৫০০ টাকা তিন বছরের মুনাফা কত?

ক) ১০৫০ টাকা খ) ৪৯৬.৫ ঢাকা

গ) ৪৫০ টাকা ঘ) ৪৫ টাকা


উত্তর: গ


৪৩। কোন আসল ১০ বছরে মুনাফা-আসলে তিনগুণ হলে মুনাফার হার কত?

ক) ৭১২% খ) ১০% গ) ২০% ঘ) ৩০%


উত্তর: গ


৪৪। বার্ষিক ১২% মুনাফায় কত বছরের ১০ হাজার টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

ক) ৪ খ) ৬ গ) ৮ ঘ) ১০


উত্তর: ক


৪৫। বার্ষিক ১২% মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

ক) ১৯২০ টাকা খ) ২০৩৫.২০ টাকা গ) ৯৯২০ টাকা ঘ) ১০০৩৫.২০ টাকা


উত্তর: খ


৪৬। শতকরা বার্ষিক কত মুনাফায় ৫০০ টাকার ৫ বছরের মুনাফা ২৫০ টাকা হবে?

ক) ১০% খ) ১৫% গ) ১২% ঘ) ৮%


উত্তর: ক


৪৭। P = ৩৫০০ টাকা, r = ৫ এবং n = ২ হলে, মুনাফা কত?

ক) ৩৮৫৮.৭৫ টাকা

খ) ৩৮৫০.৫০ টাকা

গ) ৩৮৮০.৫০ টাকা

ঘ) ৩৫৭৫.৫০ টাকা


উত্তর: ক


৪৮। শতকরা বার্ষিক কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে?

ক) ১২.৫% খ) ১০.৫% গ) ৮.৫% ঘ) ৮.৪%


উত্তর: ক


৪৯। শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় কত টাকায় ৪ বছরের মুনাফা ১৬০০ টাকা হবে?

ক) ৩৫০০ টাকা খ) ৫০০০ টাকা গ) ৩৬০০ টাকা ঘ) ৩০০০ টাকা


উত্তর: খ


৫০। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অনুসারে চক্রবৃদ্ধি মূলধন কি?

ক) C = P(1 + r)ⁿ খ) P(1 + r)ⁿ − p

গ) I = nPr ঘ) A = I + P


উত্তর: ক


৫১। ১০% মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত?

ক) ১২০ টাকা খ) ২৪০ টাকা গ) ৩৬০ টাকা ঘ) ৪৮০ টাকা


উত্তর: ঘ


৫২। ১০০ টাকার বছরের মুনাফা ১০ টাকা হলে, বার্ষিক মুনাফার হার কত?

ক) ০.১% খ) ১% গ) ১০% ঘ) ১০০%


উত্তর: গ


৫৩। বার্ষিক ৭% সরল মুনাফায় ১৪০০ টাকার ৩ বছরের মুনাফা কত?

ক) ২৯৪ টাকা খ) ৪২০ টাকা

গ) ২১০০ টাকা ঘ) ৪২০০ টাকা


উত্তর: ক


৫৪। ১২% হারে সরল মুনাফায় ১০,০০০ টাকার কত বছরের মুনাফা ৪৮০০ টাকা হবে?

ক) ২ বছর খ) ৪ বছর গ) ৬ বছর ঘ) ৮ বছর


উত্তর: খ


৫৫। এক ব্যক্তি বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৬০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। প্রথম বছরান্তে মুনাফা আসল কত?

ক) ৬৬০০ খ) ৫৬০০ গ) ৫২০০ ঘ) ৫০০০


উত্তর: ক


৫৬। মুনাফার হার ২% হওয়ায় ৪ বছরের ১২৮ টাকা মুনাফা পাওয়া যায়। মূলধন কত টাকা?

ক) ১৬০০ খ) ১৮০০ গ) ২০০০ ঘ) ২২০০


উত্তর: ক


৫৭। ৫% হার মুনাফায় পায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

ক) ৫১২.৫ টাকা খ) ৫১.২৫ টাকা গ)৫০.৭৫ টাকা ঘ) ৫০.২৫ টাকা


উত্তর: খ


৫৮। একটি জেলার বর্তমান জনসংখ্যা ৫০ লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার হাজার ২০ জন। ৩ বছরে ঐ জেলার জনসংখ্যা কত হবে?

ক) ৫১,০০,০০০ জন

খ) ৫৩,০৬,০৪০ জন

গ) ৫৫,২০,৪৩৪ জন

ঘ) ৬০,০০,০০০ জন


উত্তর: খ


৫৯। বার্ষিক ৮.৫%মুনাফায় ৩০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

ক) ৩৮৩১.৮৬ টাকা

খ) ৩৭৬৫ টাকা

গ) ৮৩১.৮৬ টাকা

ঘ) ৭৬৫ টাকা


উত্তর: গ


৬০। ২০% হার মুনাফায় ৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

ক) ৩০০ টাকা খ) ৩৬৪ টাকা

গ) ৮০০ টাকা ঘ) ৮৬৪ টাকা


উত্তর: খ


৬১। ১০% হার মুনাফায় ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

ক) ১৬০০ টাকা খ) ১৬৮০ টাকা

গ) ৯৬০০ টাকা ঘ) ৯৬৮০ টাকা


উত্তর: ঘ


৬২। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কোনটি?

ক) I = Pnr খ) I = (1- r)ⁿ

গ) P = C(1 + r)ⁿ ঘ) C = P(1 + r)ⁿ


উত্তর: ঘ


৬৩। বার্ষিক ৫% হারে ৩০০০ টাকা ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

ক)৩,৩০৭,৫০ টাকা

খ) ৪,৫০০.০০ টাকা

গ) ৬,৭৫০.০০ টাকা

ঘ)১১,০২৫.০০ টাকা


উত্তর: ক


৬৪। বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

ক) ৬০৫০

খ) ৬০০০

গ) ১০৫০

ঘ)১০০০

উত্তর: গ


৬৫। ১২% হার মুনাফায় ৩০,০০০ টাকার ২ বছরের চক্রবর্তী মূলধন নিচের কোনটি?

ক)৩৭,৬৩২ টাকা

খ)৩৭,৩৩২ টাকা

গ)৩৭,৩০০ টাকা

ঘ)৩৫,৬৩২ টাকা


উত্তর: ক


৬৬। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র কোনটি?

ক) P(1 + r)ⁿ- P খ)P((1 + r)ⁿ-Pn

গ) P(1 + r)ⁿ×P ঘ) P(1+r)÷P


উত্তর: ক



Class 8 Math: অধ্যায় ৩ পরিমাপ (Measurement) – Important MCQ With Answer এখানে...




✅ FAQs Questions ...



প্রশ্ন: ৮ম শ্রেণী গণিত অধ্যায় ২ মুনাফা থেকে কী কী প্রশ্ন আসে?


উত্তর: এই অধ্যায় থেকে MCQ, Short Question এবং Creative Question নিয়মিত পরীক্ষায় আসে।


প্রশ্ন: Class 8 Math Profit Chapter MCQ কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ?


উত্তর: হ্যাঁ, Profit Chapter এর MCQ গুলো বোর্ড ও স্কুল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



প্রশ্ন: মুনাফা অধ্যায়ের MCQ সমাধানসহ পড়লে কি ভালো রেজাল্ট হবে?


উত্তর: সমাধানসহ MCQ অনুশীলন করলে কনসেপ্ট পরিষ্কার হয় এবং নম্বর বাড়ে।



প্রশ্ন: Chapter 2 Profit এর Creative Question কীভাবে প্রস্তুতি নেব?


উত্তর: আগে MCQ ও Short Question ভালোভাবে অনুশীলন করলে Creative Question সহজ হয়ে যায়।


Class 5Class 6Class 7Class 8Class 9-10
admin
admin

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse laoreet ut ligula et semper. Aenean consectetur, est id gravida venenatis.

FacebookTwitterInstagram

Popular Posts

  • 01
    Class 8 Math Chapter 1 Pattern ( প্যাটার্ন ) | MCQ With Answers
    admininclass-8
  • 02
    Class 8 Math: অধ্যায় ৩ পরিমাপ (Measurement) – Important MCQ With Answer
    admininclass-8
  • 03
    Class 8 Math Chapter 2 Profit MCQ Solution | ৮ম শ্রেণী গণিত মুনাফা
    admininclass-8