Class 8 Math Chapter 5 MCQs – বীজগাণিতিক ভগ্নাংশ প্রশ্ন ও উত্তর অনুশীলন
Class 8 Math Chapter 5 – বীজগাণিতিক ভগ্নাংশের জন্য এই MCQs-এ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। পরীক্ষার প্রস্তুতি ও অনুশীলনের জন্য এগুলো ব্যবহার করুন।
৮ম শ্রেণির গণিত ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন :
এখানে দেখুন ৮ম শ্রেণী গণিত অধ্যায় ৪: বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ | MCQ সমাধানসহ
১ | \frac{a}{x^2} + \frac{b}{y^2} + \frac{c}{z^2} + \frac{b}{y^2} কে সাধারণ হর বিশিষ্ট করলে নিচের কোনটি সঠিক?
ক) \frac{𝑎𝑦𝑧𝑞}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑏𝑥𝑧𝑞}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑐𝑥𝑦𝑞}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑝𝑥𝑦𝑧}{𝑥𝑦𝑧𝑞} খ)\frac{𝑎𝑥𝑦}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑏𝑦𝑧}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑐𝑧𝑥}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑝𝑥𝑦}{𝑥𝑦𝑧𝑞}
গ) \frac{q}{𝑥𝑦𝑧𝑞} \frac{b}{𝑥𝑦𝑧𝑞} \frac{c}{𝑥𝑦𝑧𝑞} \frac{p}{𝑥𝑦𝑧𝑞} ঘ) \frac{𝑎𝑥𝑦𝑧𝑞}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑏𝑥𝑦𝑧𝑞}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑐𝑥𝑦𝑧𝑞}{𝑥𝑦𝑧𝑞} \frac{𝑝𝑥𝑦𝑧𝑞}{𝑥𝑦𝑧𝑞}
উত্তরঃ (ক)
২।প্রথম ভগ্নাংটির লঘিষ্ট আকার নিচের কোনটি?
ক) \frac{x+4}{x−2} খ)\frac{x−4}{x−2}
গ) \frac{x−2}{𝑥+4 } ঘ) \frac{𝑥−2}{𝑥−4}
উত্তরঃ (খ)
৩।ভগ্নাংটির দুইটির গুণফল কত?
ক) \frac{𝑥−2}{x−4} খ)\frac{x−4}{x−2}
গ) \frac{x+4}{𝑥+2 } ঘ) 1
উত্তরঃ (ঘ)
৪। \frac{x}{y} এর গুণাত্মক বিপরীত ভগ্নাংটি নিচের কোনটি?
ক) \frac{x}{y} খ) yz
গ) \frac{y}{𝑥 } ঘ) \frac{1}{y }
উত্তরঃ (গ)
৫।0 ও \frac{1}{𝑎+𝑏} এর গুণফল কত?
ক) 0 খ) \frac{1}{𝑎+𝑏}
গ) \frac{c}{𝑥 } ঘ) \frac{a}{x }
উত্তরঃ (ক)
৬। \frac{1}{mn} X \frac{1}{m} কত ?
ক) \frac{1}{m^2n} খ) \frac{1}{mn^2}
গ) \frac{1}{mn} ঘ) \frac{1}{m}
উত্তরঃ (ক)
৭। \frac{x}{by^2} , \frac{ya}{z} , ও \frac{z}{x } এর গুণফল কত?
ক) \frac{a}{b} খ) \frac{y}{x}
গ) \frac{y}{z} ঘ) \frac{x}{b}
উত্তরঃ (ক)
৮।\frac{x}{y} একটি ভগ্নাংশ হলে, কোন শতটি প্রযোজ্য ?
ক) x < y খ) x > y
গ) x = 0 ঘ) y = 0
উত্তরঃ (ঘ)
৯।\frac{m}{n} বীজগনিতীয় ভগ্নাংশটি কত হয় ?
ক)m খ) n
গ) mn ঘ) 1
উত্তরঃ (খ)
১০ । \frac{x^3 -49x}{x^2+7x} এর লঘিষ্ট রুপ কোনটি ?
ক)x-7 খ) x+7
গ) x(x-7) ঘ) x(x+7)
উত্তরঃ (ক)
১১ । \frac{x^2 -x-6}{x^2-4} এর লঘিষ্ট রুপ কোনটি ?
ক)\frac{x-3}{x-2} খ) \frac{x+3}{x+2}
গ) \frac{x-3}{x+2} ঘ) \frac{x+3}{x-2}
উত্তরঃ (ক)
১২ । \frac{x^2 -x-6}{x^2-5x+6} এর লঘিষ্ট রুপ কোনটি ?
ক)\frac{x-3}{x-2} খ) \frac{x-2}{x-3}
গ) \frac{x+2}{x-2} ঘ) \frac{x-2}{x+2}
উত্তরঃ (খ)
১৩ । \frac{x^2 -7x-12}{x^2-6x+9} এর লঘিষ্ট মান নিচের কোনটি ?
ক)\frac{x-4}{x-3} খ) \frac{x-2}{x-3}
গ) \frac{x+2}{x-2} ঘ) \frac{x-2}{x+2}
উত্তরঃ (ক)
Class 8 Math Chapter 5 – বীজগাণিতিক ভগ্নাংশ
Q1: বীজগাণিতিক ভগ্নাংশ কী?
A: বীজগাণিতিক ভগ্নাংশ হলো এমন ভগ্নাংশ যেখানে numerator বা denominator বা উভয়েই বীজগাণিতিক প্রকাশ থাকে। উদাহরণ: x2+3x+2x+1\frac{x^2+3x+2}{x+1}x+1x2+3x+2
Q2: বীজগাণিতিক ভগ্নাংশকে সরল করার নিয়ম কী?
A: numerator ও denominator কে factor করে সাধারণ factor বাদ দিয়ে fraction কে লঘিষ্ঠ রূপে আনা হয়।
Q3: দুটি ভগ্নাংশের গুণফল কীভাবে বের করা হয়?
A: সরাসরি numerator গুলোর গুণফল numerator এ এবং denominator গুলোর গুণফল denominator এ রাখুন।
Q4: ভগ্নাংশের বিপরীত গুণফল কীভাবে বের করা যায়?
A: fraction ab\frac{a}{b}ba এর গুণাত্মক বিপরীত হবে ba\frac{b}{a}ab।
Q5: কোন ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে হয় কেন?
A: ভিন্ন ভিন্ন denominator থাকা fraction গুলোকে যোগ বা বিয়োগ করার জন্য সাধারণ হর প্রয়োজন।

