Logo

Logo

  • Home
  • Class 5 (ক্লাস ৫)
  • Class 6 (ক্লাস ৬)
  • Class 7 (ক্লাস ৭)
  • Class 8 (ক্লাস ৮)
  • Class 9-10 (এস,এস,সি)
  • Math Tips and Tricks
  • More

Copyright 2026 EasyMathBD. All rights reserved.

about-uscontact-usprivacy-policyterms-and-conditions

Class 8 Math: অধ্যায় ৩ পরিমাপ (Measurement) – Important MCQ With Answer

adminadmin·class-8
December 9, 2025·10 min read min read5.0
Class 8 Math: অধ্যায় ৩ পরিমাপ (Measurement) – Important MCQ With Answer

৮ম শ্রেণীর গণিত অধ্যায় ৩: পরিমাপ (Measurement) –


গুরুত্বপূর্ণ MCQ সমাধানসহ। পরীক্ষার জন্য সহজ অনুশীলন ও সম্পূর্ণ প্রস্তুতি।



অধ্যায় পরিচিতি :


পরিমাপ (Measurement) অধ্যায়টি ৮ম শ্রেণীর গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি পরীক্ষায় এখান থেকে MCQ, Short Question এবং Creative Question নিয়মিত আসে। তাই নিচের MCQ গুলো ভালোভাবে অনুশীলন করা অত্যন্ত জরুরি।



Class 8 Math Chapter 1 Pattern (প্যাটার্ন) MCQ Solutions দেখুন



১। গ্রিক ভাষায় ডেকা অর্থ-

ক) ১০ গুণ খ) ১০০ গুণ

গ) দশমাংশ ঘ) শতাংশ


উত্তর: ( ক )


২। ৪ সে. মি. বাহুবিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?

ক) ১৬ খ) ২৪

গ) ৬৪ ঘ) ৯৬


উত্তর: ( ঘ )


৩। একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। এক কি.মি. ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক) ২০০ খ) ২৫০

গ) ৩০০ ঘ) ৩৫০


উত্তর: ( গ )


৪। গ্রিক ভাষায় হেক্টো অর্থ-

ক) ১০ গুণ খ) ১০০ গুণ গ) ১,০০০ গুণ ঘ) ১০,০০০ গুণ

উত্তর: ( খ )


৫। ল্যাটিন ভাষায় 'ডেসি' অর্থ কি?

ক) শতাংশ খ) দশমাংশ গ) ১০ গুণ ঘ) ১০০ গুণ


উত্তর: ( খ )


৬। কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন হয়?

ক) গ্রিক খ) ইংল্যান্ড গ) জাপান ঘ) ফ্রান্স


উত্তর: ( ঘ )


৭। দশমাংশ শব্দটি গৃহীত হয় কোন ভাষা থেকে?

ক) গ্রিক খ) ল্যাটিন গ) বাংলা ঘ) ইংরেজি


উত্তর: ( খ )


৮। বেশি ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়?

ক) মিলিগ্রাম খ) গ্রাম

গ) কিলোগ্রাম (কে. জি.) ঘ) সেন্টিগ্রাম


উত্তর: ( গ )

৯। দৈর্ঘ্যের একক মিটার থেকে কোন পদ্ধতির নামকরণ করা হয়েছে?

ক) বৃটিশ পদ্ধতি খ) ভগ্নাংশ পদ্ধতি গ) গুণন পদ্ধতি ঘ) মেট্রিক পদ্ধতি


উত্তর: ( ঘ )


১০। কোন পদ্ধতিতে তরল পদার্থের আয়তন লিটার?

ক) বৃটিশ পদ্ধতি খ) ভগ্নাংশ পদ্ধতি গ) মেট্রিক পদ্ধতি ঘ) গুণন পদ্ধতি


উত্তর: ( গ )


১১। গ্রিক ভাষায় কিলো অর্থ কি?

ক) দশমাংশ খ) শতাংশ গ) ১০০ গুণ ঘ) ১০০০ গুণ


উত্তর: ( ঘ )


১২। কত শতাব্দীতে প্রথম পরিমাপের আন্তর্জাতিক আদর্শমান প্রবর্তন করা হয়?

ক) ১৭ খ) ১৮ গ) ১৯ ঘ) ২০


উত্তর: ( খ )


১৩। ওজন পরিমাপের একক নিচের কোনটি?

ক) গ্রাম খ) মিটার গ) লিটার ঘ) সেকেন্ড

উত্তর: ( খ )


১৪। ডেসি, সেন্টি, মিলি শব্দগুলো কোন ভাষা থেকে গৃহীত হয়েছে?

ক) ল্যাটিন খ) গ্রিক গ) ফার্সি ঘ) বৃটিশ


উত্তর: ( ক )


১৫। ২ মাইল = কত গজ?

ক) ৬০৮০ খ) ৫২৮০ গ) ৩৫২০ ঘ) ১৭৬০


উত্তর: ( গ )


১৬। ৪ নিকেল মাইল = কত ফুট?

ক) ২৪৩২০ খ) ১৮২৮০ গ) ৭০৪০ ঘ) ৬৯৬০


উত্তর: ( ক )


১৭। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা?

ক) ৩০ খ) ১০ গ) ৩০০ ঘ) ১০০


উত্তর: ( ঘ )


১৮। নিচের এককগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

ক) সেন্টিগ্রাম খ) কিলোগ্রাম গ) ডেকাগ্রাম ঘ) মিলিগ্রাম


উত্তর: ( খ )


১৯। একটি সাইকেলের চাকার পরিধি ৩.৫ মিটার। ৭ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক) ২০ খ) ২০০ গ) ২০০০ ঘ) ২০,০০০


উত্তর: ( গ )


২০। ১ মিটার = কত ইঞ্চি?

ক) ৩৯.৩৭ খ) ৩৭.৩৯ গ) ৪৩.৩৭ ঘ) ৩৭.৪৩


উত্তর: ( ক )


২১। ১০ কিলোমিটার = কত মাইল?

ক) ০.৬২১ মাইল খ) ৬.২১১ মাইল

গ) ১৬.১০ মাইল ঘ) ৬২.১১ মাইল


উত্তর: ( খ )


২২। ১ কি. মি. = কত মাইল?

ক) ৬২ মাইল খ) ৬১.১ মাইল

গ) ১.৬১ মাইল ঘ) ০.৬২ মাইল


উত্তর: ( ঘ )


২৩। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩৩০ গজ, প্রস্থ দৈর্ঘ্যের একক তৃতীয়াংশ হলে প্রস্থ কত মিটার!

ক) ১০০.৫৮৪ খ) ১১০.৫৮৪

গ) ১৪০.৫৮৪ ঘ) ৪৪০.৫৮৪


উত্তর: ( ক )


২৪। ১ মাইলে কত কি. মি.?

ক) ০.৬২ খ) ১.১৬ গ) ১.২৬ ঘ) ১.৬১


উত্তর: ঘ


২৫। ৮০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন কত?

ক) ১ কেজি খ) ৮ কেজি

গ) ৮০০০ কেজি ঘ) ৮০০০ গ্রাম


উত্তর: ( গ )


২৬। ৪ °C তাপমাত্রায় ১ ঘন সে. মি. বিশুদ্ধ পানির ওজন-

ক) ১ গ্রাম খ) ১০০ গ্রাম

গ) ১০০০ গ্রাম ঘ) ১০০০০ গ্রাম


উত্তর: ( ক )


২৭। ৫ লিটার ২০ সেন্টিলিটারে কত মিলিলিটার?

ক) ১০০ মিলিলিটার

খ) ১২৫ মিলিলিটার

গ) ৫২০ মিলিলিটার

ঘ) ৫২০০ মিলিলিটার


উত্তর: ( ঘ )


২৮। ৫ বিঘায় কত কাঠা?

ক) ২০ খ) ২৫ গ) ৫০ ঘ) ১০০


উত্তর: ( ঘ )


২৯। ১ একর = কত?

ক) ১ বিঘা ১ ছটাক

খ) ২ বিঘা ৮ ছটাক

গ) ৩ বিঘা ৮ ছটাক

ঘ) ৬ বিঘা ৪ এটাক


উত্তর: ( গ )


৩০। ১০ শতক = কত বর্গফুট?

ক) ৪৩৪৬ বর্গফুট খ) ৪৩৪৭

গ) ৪৩৫৬ বর্গফুট ঘ) ৪৩৬৫ বর্গফুট


উত্তর: ( গ )


৩১। এক একক বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

ক) ১.০০ একক খ) ১.৪১ একক

গ) ২.০১ একক ঘ) ৪.০০ একক


উত্তর: ( খ )


৩২। তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য ২৫ সে. মি. এবং প্রস্থ ১৯ সে. মি. হলে বইয়ের ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?

ক) ৪৭৫ খ) ৪৫৭ গ) ৮৮ ঘ) ৪৪


উত্তর: ( ক )


৩৩। ২ বিঘা = কত বর্গগজ?

ক) ৭২০ খ) ১৪৪০

গ) ১৬০০ ঘ) ৩২০৯


উত্তর: ( ঘ )


৩৪। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও ৫ মি. ও প্রস্থ 2 মি. হলে এর পরিসীমা কত মিটার?

ক) ১৪ খ) ৭ গ) ২০ ঘ) ১০


উত্তর: ( ক )


৩৫। এক বর্গ মাইলে কত বিঘা?

ক) ৮৮ বিঘা খ) ১০০ বিঘা

গ) ১৫০০ বিঘা ঘ) ১৯৩৬ বিঘা


উত্তর: ( ঘ )


৩৬। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার এবং ভূমি ৪০ মিটার হলে, এর উচ্চতা কত?

ক) ১৪ মিটার খ) ২০ মিটার

গ) ২৫ মিটার ঘ) ২০০০ মিটার


উত্তর: ( গ )


৩৭। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ মিটার এবং দৈর্ঘ্য ২৫ মিটার হলে, পরিসীমা কত মিটার?

ক) ১৬ মিটার খ) ৪১ মিটার

গ) ৮২ মিটার ঘ) ১০০ মিটার


উত্তর: ( গ )


৩৮। একটি বর্গাকার মাঠের পরিসীমা ২০ গজ হলে ক্ষেত্রফল কত বর্গফুট?

ক) ১২০ খ) ২৪৬ গ) ২২৫ ঘ) ২৬৯


উত্তর: ( গ )


৩৯। এক ঘনফুট সমান কত লিটার?

ক) ১৩.০৮ (প্রায়) খ) ২৮.৬৭ (প্রায়) গ) ৩৫.৩ (প্রায়) ঘ) ৪০


উত্তর: ( খ )


৪০। ঘনকের এক ধার ১ মিটার হলে আয়তন কত ঘন সে.মি.?

ক) ১০০ খ) ১০,০০০

গ)১০০,০০০ ঘ) ১০,০০০,০০


উত্তর: ( ঘ )


৪১। কোনো তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকে, তা এর-

ক) ভর খ) ওজন গ) আয়তন ঘ) দৈর্ঘ্য


উত্তর: ( গ )


৪২। একটি চৌবাচ্চার আয়তন ৬.৫ ঘন মিটার হলে, উহাতে কত লিটার পানি ধরে?

ক) ৬৫০ লিটার খ)৬৫০০০ লিটার

গ) ৬৫০০ লিটার ঘ) ৬৫০০০.০ লিটার


উত্তর: ( গ )


৪৩।৩ সে. মি. বাহুবিশিষ্ট ঘনকের আয়তন কত ঘন সে.মি.?

ক) ২৭ ঘন সে.মি. খ) ১৮ ঘন সে.মি. গ) ৯ সে.মি. ঘ) ৬ সে.মি.


উত্তর: ( ক )


৪৪। একটি ঘনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার। চৌবাচ্চাটির আয়তন কত কোন মিটার?

ক) ১২ ঘন মিটার খ) ১৬ ঘন মিটার গ) ৬৪ ঘন মিটার ঘ) ৯৬ ঘন মিটার


উত্তর: ( গ )


৪৫। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মি. প্রস্থ 2 মি., উচ্চতা ১ মিটার হলে, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

ক) ৬ লিটার খ) ৬০ লিটার

গ) ৬০০ লিটার ঘ) ৬০০০ লিটার


উত্তর: ( ঘ )


৪৬। একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতায় ১ মিটার ৫০সে.মি.। বাক্সটির আয়তন কত?

ক) ৬ ঘন মিটার খ) ৬.৫ ঘন মিটার গ) ৭.৫ ঘন মিটার ঘ) ৯ ঘন মিটার

উত্তর: ( ঘ )


৪৭। একটি ঘনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার। চৌবাচ্চাটির আয়তন কত?

ক) ১২৫ ঘন মিটার খ) ২৫ ঘন মিটার

গ) ২০ ঘন মিটার ঘ) ১৫ ঘন মিটার


উত্তর: ( ক )


৪৮ | একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। এর আয়তন কত ঘন সেন্টিমিটার?

ক) ০.০০৮ খ) ৮০০০

গ) ৮০০০০০ ঘ) ৮০০০০০০


উত্তর: ( ঘ )


৪৯। একটি চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা ১২০০০ লিটার। এর দৈর্ঘ্য ২.৫০ মিটার এবং প্রস্থ ২ মিটার এর গভীরতা কত মিটার?

ক) ৩ খ) ২.৮ গ) ২.৬ ঘ) ২.৪


উত্তর: ( ঘ )



❓ FAQ – অধ্যায় ৩: পরিমাপ (Measurement) :


Q1. ৮ম শ্রেণীর গণিত অধ্যায় ৩ থেকে পরীক্ষায় কত নম্বর আসে?


👉 এই অধ্যায় থেকে প্রতি বছর MCQ, Short Question এবং Creative মিলিয়ে ভাল নম্বর থাকে।


Q2. Measurement অধ্যায়ে কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ?


👉 একক রূপান্তর, ক্ষেত্রফল, আয়তন, পরিসীমা, লিটার–মিটার–কিলোগ্রাম সম্পর্কিত অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ।


Q3. MCQ ভালো করার জন্য কীভাবে পড়তে হবে?


👉 সূত্রগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে এবং বারবার MCQ প্র্যাকটিস করতে হবে।


Q4. এই MCQ গুলো কি বোর্ড পরীক্ষা ও স্কুল পরীক্ষার জন্য যথেষ্ট?


👉 হ্যাঁ, এগুলো বোর্ড, স্কুল ও মডেল টেস্টের জন্য খুবই উপযোগী।


Q5. Measurement অধ্যায় সহজ না কঠিন?


👉 নিয়মিত অনুশীলন করলে অধ্যায়টি খুবই সহজ।



📌 Exam Preparation Tips


প্রতিটি এককের রূপান্তর chart তৈরি করো


আগের বোর্ড প্রশ্ন সমাধান করো


দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তনের সূত্র আলাদা করে লিখে অনুশীলন করো


Class 5Class 6Class 7Class 8Class 9-10
admin
admin

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Suspendisse laoreet ut ligula et semper. Aenean consectetur, est id gravida venenatis.

FacebookTwitterInstagram

Popular Posts

  • 01

    Class 8 Math Chapter 1 Pattern ( প্যাটার্ন ) | MCQ With Answers

    admininclass-8
  • 02

    Class 8 Math: অধ্যায় ৩ পরিমাপ (Measurement) – Important MCQ With Answer

    admininclass-8
  • 03

    Class 8 Math Chapter 2 Profit MCQ Solution | ৮ম শ্রেণী গণিত মুনাফা

    admininclass-8
  • 04

    বীজগণিতের সূত্রসমূহ | গুরুত্বপূর্ণ সূত্র ও উদাহরণ

    admininmath-tips-tricks
  • 05

    ৮ম শ্রেণী গণিত অধ্যায় ৪: বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ | MCQ সমাধানসহ

    admininclass-8
  • 06

    Class 8 Math Chapter 5 MCQs – বীজগাণিতিক ভগ্নাংশ

    admininclass-8
  • 07

    Class 6 Math Solution অধ্যায়-১ অনুশীলনী ১.১ (স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ) এর সমাধান

    admininclass-6
  • 08

    Class 6 Math Solution অধ্যায়-১ অনুশীলনী ১.২ (স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ) এর সমাধান

    admininclass-6
  • 09

    Class 8 Math অধ্যায় ৬ MCQ with Solution | সরল সহসমীকরণ

    admininclass-8