Class 6 Math Chapter 1 onushiloni 1.2 Solution in Bangla (৬ষ্ঠ শ্রেনি গনিত সমাধান অনুশীলনী ১.২)
Class 6 Math Solution (pdf) – অধ্যায় ১: অনুশীলনী ১.২ এর সম্পূর্ণ ও নির্ভুল সমাধান উপস্থাপন করেছি। এখানে ৬ষ্ঠ শ্রেণির গণিত অধ্যায় ১-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন— সংখ্যাকে অঙ্কে লেখা, সংখ্যাকে কথায় লেখা, স্থানীয় মান নির্ণয়, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন এবং অঙ্ক উল্টো করে কথায় প্রকাশ— সবকিছুই সহজ ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে।
এখানে দেখুন অধ্যায়-১ অনুশীলনী ১.১ (স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ) এর সমাধান
১. ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ।
সমাধানঃ
যে সকল সংখ্যার ১ বা এ সংখ্যা ছাড়া অন্য কোনো গুননীয়ক থাকে না । তাদেরকে মৌলিক সংখ্যা বলে ।
৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো-
৩১,৩৭,৪১,৪৩,৪৭,৫৩,৫৯,৬১,৬৭
২. সহমৌলিক জোড়া নির্ণয় করঃ
(ক) ২৭,৫৪
এখানে,
২৭=১x৩x৩x৩ (২৭ এর ল.সা.গু)
৫৪=১x২x৩x৩x৩ (৫৪ এর ল.সা.গু)
২৭ এর গুণনীয়কগুলো ১,৩,৯,২৭
৫৪ “ “ ১,২,৩,৬,৯,১৮,২৭,৫৪
এখন , ২৭ ও ৫৪ এর মধ্যে ১ ছাড়া সাধারণ গুণনীয়কসমূহ ৩,৯,২৭ রয়েছে ।
সুতরাং ২৭ ও ৫৪ পরস্পর সহমৌলিক নয়।
(খ) ৬৩,৯১
এখানে,
৬৩=১x৩x৩x৭ (৬৩ এর ল.সা.গু)
৯১=১x৭x১৩ (৯১ এর ল.সা.গু)
৬৩ এর গুণনীয়কগুলো ১,৩,৭,৯,২১,৬৩
৯১ “ “ ১,৭,১৩,৯১
এখন , ৬৩ ও ৯১ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারন গুণনীয়ক ৭ রয়েছে
সুতরাং, ৬৩ ও ৯১ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়।
(গ) ১৮৯,২১০
এখানে,
১৮৯=১x৩x৩x৩x৭ (১৮৯ এর ল.সা.গু)
২১০=১x২x৩x৫x৭ (২১০ এর ল.সা.গু)
১৮৯ এর গুণনীয়কগুলো ১,৩,৭,৯,২১,২৭,৬৩,১৮৯
২১০ “ “ ১,২,৩,৫,৬,৭,১০,১৪,১৫,২১,৩০,৩৫,৪২,৭০,১০৫,২১০
১৮৯ ও ২১০ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক (৩,৭ ও ২১) রয়েছে ।
সুতরাং ১৮৯ ও ২১০ পরস্পর সহমৌলিক নয়।
(ঘ) ৫২,৯৭
সমাধানঃ
এখানে,
৫২=১x২x২x১৩ (৫২ এর ল.সা.গু)
৯৭=১x৯৭ (৯৭ এর ল.সা.গু)
৫২ এর গুণনীয়কগুলো ১,২,৪,১৩,২৬,৫২
৯৭ “ “ ১,৯৭
৫২ ও ৯৭ এর মধ্যে ১ ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই।
সুতরাং, ৫২ ও ৯৭ সংখ্যাদ্বয় সহমৌলিক।
৩. নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য।
(ক) ৩ দিয়ে : ৫৪৫, ৬৭৭৪, ৮৫৩৫
সমাধান :
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়।
প্রথম সংখ্যা ৫৪৫,
অঙ্কগুলোর যোগফল = ৫ + ৪ + ৫ = ১৪
১৪ সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ৫৪৫ সংখ্যা ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
দ্বিতীয় সংখ্যা ৬৭৭৪,
অঙ্কগুলোর যোগফল = ৬ + ৭ + ৭ + ৪ = ২৪
২৪ ÷ ৩ = ৮
অতএব, ৬৭৭৪ সংখ্যা ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তৃতীয় সংখ্যা ৮৫৩৫ ,
অঙ্কগুলোর যোগফল = ৮ + ৫ + ৩ + ৫ = ২১
২১ ÷ ৩ = ৭
অতএব, ৮৫৩৫ সংখ্যা ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
(খ) ৪ দিয়ে : ৮৫৪২, ২১৮৪, ৫২৭৪
সমাধান :
কোনো সংখ্যার শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়।
প্রথম সংখ্যা :৮৫৪২
৮৫৪২ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হয় = ৪২
৪২ সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ৮৫৪২ সংখ্যা ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
দ্বিতীয় সংখ্যা : ২১৮৪
২১৮৪ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হয় = ৮৪
৮৪ ÷ ৪ = ২১
অতএব, ২১৮৪ সংখ্যা ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তৃতীয় সংখ্যা : ৫২৭৪
৫২৭৪ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হয় = ৭৪
৭৪ সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ৫২৭৪ সংখ্যা ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
(গ) ৬ দিয়ে : ২১৮৪, ১০৭৪, ৭৮৩২
সমাধান :
কোনো সংখ্যা ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হলে সংখ্যাটি একসাথে ২ ও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে।
প্রথম সংখ্যা : ২১৮৪
২ দ্বারা বিভাজ্য কিনা: শেষ অঙ্ক ৪ → জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য।
৩ দ্বারা বিভাজ্য কিনা: অঙ্কগুলোর যোগফল = ২ + ১ + ৮ + ৪ = ১৫,
১৫ ÷ ৩ = ৫
অতএব, ২১৮৪ সংখ্যা ২ ও ৩ উভয় দ্বারা বিভাজ্য।
সুতরাং, ২১৮৪ সংখ্যা ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
দ্বিতীয় সংখ্যা : ১০৭৪
২ দ্বারা বিভাজ্য কিনা: শেষ অঙ্ক ৪ → জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য।
৩ দ্বারা বিভাজ্য কিনা: অঙ্কগুলোর যোগফল = ১ + ০ + ৭ + ৪ = ১২,
১২ ÷ ৩ = ৪
অতএব, ১০৭৪ সংখ্যা ২ ও ৩ উভয় দ্বারা বিভাজ্য।
সুতরাং, ১০৭৪ সংখ্যা ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তৃতীয় সংখ্যা : ৭৮৩২
২ দ্বারা বিভাজ্য কিনা: শেষ অঙ্ক ২ → জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য।
৩ দ্বারা বিভাজ্য কিনা: অঙ্কগুলোর যোগফল = ৭ + ৮ + ৩ + ২ = ২০,
২০ সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ৭৮৩২ সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
সুতরাং, ৭৮৩২ সংখ্যা ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
(ঘ) ৯ দিয়ে : ৫০৭৫, ১৭৩৭, ২১৯৩
সমাধান :
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে সংখ্যাটিও ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়।
প্রথম সংখ্যা : ৫০৭৫
অঙ্কগুলোর যোগফল = ৫ + ০ + ৭ + ৫ = ১৭
১৭ সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ৫০৭৫ সংখ্যা ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
দ্বিতীয় সংখ্যা : ১৭৩৭
অঙ্কগুলোর যোগফল = ১ + ৭ + ৩ + ৭ = ১৮
১৮ ÷ ৯ = ২
অতএব, ১৭৩৭ সংখ্যা ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তৃতীয় সংখ্যা : ২১৯৩
অঙ্কগুলোর যোগফল = ২ + ১ + ৯ + ৩ = ১৫
১৫ সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ২১৯৩ সংখ্যা ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
৪. নিচের 🔲 চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বরা বিভাজ্য হবে?
(ক) ৫🔲৪৭২৩
সমাধান :
৫🔲৪৭২৩ সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল
= ৫ + ৪ + ৭ + ২ + ৩ = ২১
২১ সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
২১–এর পর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো ২৭।
এখন, ২৭ − ২১ = ৬
অতএব, 🔲= ৬ হলে সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
(খ) ৮১২🔲৭৪
সমাধান :
৮১২🔲৭৪ সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল
= ৮ + ১ + ২ + ৭ + ৪ = ২২
২২ সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
২২–এর পর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো ২৭।
এখন, ২৭ − ২২ = ৫
অতএব, 🔲= ৫ হলে সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
(গ) 🔲৪১৫৭৮
সমাধান :
🔲৪১৫৭৮ সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল
= ৪ + ১ + ৫ + ৭ + ৮ = ২৫
২৫ সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
২৫–এর পর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো ২৭।
এখন, ২৭ − ২৫ = ২
অতএব, 🔲 = ২ হলে সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
(ঘ) ৫৭৪২🔲
সমাধান :
৫৭৪২🔲 সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল
= ৫ + ৭ + ৪ + ২ = ১৮
১৮ সংখ্যা ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
অতএব, 🔲 = ০ হলে সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
আবার,
১৮–এর পর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো ২৭।
এখন, ২৭ − ১৮ = ৯
অতএব, 🔲 = ৯ হলেও সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
৫. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা ৩ দ্বারা বিভাজ্য।
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১০০০০।
এখন, ১০০০০ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল
= ১ + ০ + ০ + ০ + ০ = ১
যা ৩ দ্বারা বিভাজ্য নয়।
১–এর পর ৩ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হলো ৩।
এখন, ৩ − ১ = ২
অতএব, ১০০০০ এর সাথে ২ যোগ করলে পাই—
১০০০০ + ২ = ১০০০২
সুতরাং, ৩ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১০০০২
৬. সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় কর যা ৬ দ্বারা বিভাজ্য।
সমাধান :
সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৯৯৯৯৯৯৯।
এখন, অঙ্কগুলোর যোগফল
= ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯ = ৬৩
যা ৩ দ্বারা বিভাজ্য।
অতএব, সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।
কিন্তু সংখ্যাটির একক স্থানে অঙ্ক ৯, যা জোড় সংখ্যা নয়।
সুতরাং, সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, ৯৯৯৯৯৯৯ সংখ্যা ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
এখন, বৃহত্তম সংখ্যা থেকে ৩ বিয়োগ করি—
৯৯৯৯৯৯৯ − ৩ = ৯৯৯৯৯৯৬
এখন, অঙ্কগুলোর যোগফল
= ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৯ + ৬ = ৬০
যা ৩ দ্বারা বিভাজ্য।
এবং সংখ্যাটির একক স্থানের অঙ্ক ৬, যা জোড় সংখ্যা।
অতএব, সংখ্যাটি ২ ও ৩ উভয় দ্বারা বিভাজ্য।
সুতরাং, ৯৯৯৯৯৯৬ সংখ্যা ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯৯৬
৭. ৩,০,৫,২,৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় কর।
সমাধান :
৩, ০, ৫, ২, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো ৭৫৩২০।
৭৫৩২০ সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা
= ২০
যা ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
অতএব, ৭৫৩২০ সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য।
আবার, ৭৫৩২০ সংখ্যাটির একক স্থানের অঙ্ক হলো ০।
যেহেতু কোনো সংখ্যার একক স্থানে ০ বা ৫ থাকলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়,
অতএব, ৭৫৩২০ সংখ্যা ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য।