Class 6 Math Solution (pdf) – অধ্যায় ১: অনুশীলনী ১.১ এর সম্পূর্ণ ও নির্ভুল সমাধান উপস্থাপন করেছি। এখানে ৬ষ্ঠ শ্রেণির গণিত অধ্যায় ১-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন— সংখ্যাকে অঙ্কে লেখা, সংখ্যাকে কথায় লেখা, স্থানীয় মান নির্ণয়, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন এবং অঙ্ক উল্টো করে কথায় প্রকাশ— সবকিছুই সহজ ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে।
এই Class 6 Math Chapter 1 onushiloni 1.1 Solution in Bangla (2026) শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি, ক্লাস অনুশীলন ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
অনুশীলনী ১.১ : সমাধান
১। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখ :
(ক) বিশ হাজার সত্তর, ত্রিশ হাজার আট, পঞ্চাশ হাজার চারশ ।
উত্তর : ২০০৭০, ৩০০০৮, ৫০৪০০
(খ) চার লক্ষ পাঁচ হাজার, সাত লক্ষ দুই হাজার পচাওর ।
উত্তর : ৪০৫০০০, ৭০২০৭৫
(গ) ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর, ত্রিশ লক্ষ নয়শ চার ।
উত্তর : ৭৬০৯০৭০, ৩০০০৯০৪
(ঘ) পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত ।
উত্তর : ৫০৩০২০০৭
(ঙ) আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় ।
উত্তর : ৯৮০৭০৫০০৯
(চ) একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট ।
উত্তর : ১০২০০০৫৭০৮
(ছ) নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই ।
উত্তর : ৯৫৫০৭০০০৯০
(জ) তিন হাজার পাঁচশ কোটি পচাশি লক্ষ নয়শ একুশ ।
উত্তর : ৩৫০০৭৫০০৯২১
(ঝ) পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার ।
উত্তর : ৫০,৩০১,৫৩৮,০০০
২। নিচের সংখ্যাগুলো কথায় লেখ :
(ক) ৪৫৭৮৯ → পঁয়তাল্লিশ হাজার সাতশ ঊননব্বই
৪১০০৭ → একচল্লিশ হাজার সাত
৮৯১০৭১ → আট লক্ষ একানব্বই হাজার একাত্তর
(খ) ২০০০৭৮ → দুই লক্ষ আটাত্তর
৭৯০৬৭৮ → সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর
৮৯০০৭৫ → আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর
(গ) ৪৪০০৭৮৫ → চৌচল্লিশ লক্ষ সাতশত পঁচাশি
৬৮৭০৫০৯ → আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশ নয়
৭১০৫০৭০ → একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর
(ঘ) ৫০৮৭৭০০৩ → পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন
৯৪৩০৯৭৯৯ → নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশত নিরানব্বই
৮৩৯০০৭৬৫ → আট কোটি ঊনচল্লিশ লক্ষ সাতশ পঁয়ষট্টি
৩। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নিনয় কর :
(ক) ৭২
৭ এর স্থানীয় মান = ৭০
২ এর স্থানীয় মান = ২
(খ) ৩৫৯
৩ = ৩০০
৫ = ৫০
৯ = ৯
(গ) ৪২০৩
৪ = ৪০০০
২ = ২০০
৩ = ৩
(ঘ) ৭০৮০৯
৭ = ৭০০০০
৮ = ৮০০
৯ = ৯
(ঙ) ১৩০০৪৫০৭৮
১ = ১০০০০০
৩ = ৩০০০০
৮ = ৮০
৫ = ৫
(চ) ২৫০০০৯৭০৯
২ = ২০০০০০০০০
৫ = ৫০০০০০০০
৯ = ৯০০
৭ = ৭০
৯ = ৯
(ছ) ৫৯০০০০৭৮৪৫
৫ = ৫০০০০০০০০০
৯ = ৯০০০০০০০০
৭ = ৭০০০
৮ = ৮০০
৪ = ৪০
৫ = ৫
(জ) ৯০০৭৫৮৪৩২
৯ = ৯০০০০০০০০
৭ = ৭০০০০
৫ = ৫০০০
৮ = ৮০০
৪ = ৪০
৩ = ৩
২ = ২
(ঝ) ১০৫৭৮০৯২৩০০৪
১ = ১০০০০০০০০০০০০
৫ = ৫০০০০০০০০০০
৭ = ৭০০০০০০০০
৮ = ৮০০০০০০০
৯ = ৯০০০০
২ = ২০০০
৩ = ৩০০
৪ = ৪
৪। নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ :
বৃহত্তম ৯ অঙ্কের সংখ্যা = ৯৯,৯৯,৯৯,৯৯৯
ক্ষুদ্রতম ৯ অঙ্কের সংখ্যা = ১০,০০,০০,০০০
৫। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর :
(ক) ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩
বৃহত্তম সংখ্যা = ৯৮৫৪৩২১
ক্ষুদ্রতম সংখ্যা = ১২৩৪৫৮৯
(খ) ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭
বৃহত্তম সংখ্যা = ৯৮৭৫৪৩০
ক্ষুদ্রতম সংখ্যা = ৩০৪৫৭৮৯
(০ শুরুতে বসে না)
৬। ৭৩৪৫৫এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ কর ।
→ ৫৫৪৩৭ (বিপরীত করে)
→ পঞ্চান্ন হাজার চারশ সাইত্তিশ
আরো দেখুন অধ্যায়-১ অনুশীলনী ১.২ (স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ) এর সমাধান
উপসংহার
আশা করি এই Class 6 Math Solution | অধ্যায় ১ অনুশীলনী ১.১ তোমাদের গণিত ভীতি দূর করতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন করলে সংখ্যার ধারণা আরও শক্ত হবে। ভবিষ্যতে Class 6-এর অন্যান্য অধ্যায়ের সমাধান পেতে আমাদের সাথেই থাকো।
\[
\begin{aligned}
CP &= 1200 \\
SP &= 1500 \\
\therefore Profit &= 300
\end{aligned}
\]
\[
\begin{aligned}
CP \&= 1200 \\
SP \&= 1500 \\
\therefore Profit \&= 300
\end{aligned}
\]

